শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলম্বিয়ায় ৭৯ পুলিশ কর্মকর্তা মুক্ত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাকেতায় বিক্ষোভের সময় জিম্মি ৭৯ পুলিশ কর্মকর্তা ও একটি তেল কোম্পানির ৯ কর্মী ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা তেল অনুসন্ধানকারী কোম্পানিটির কম্পাউন্ড অবরোধ করার পর সহিংসতা শুরু হয়; ওই বাসিন্দারা তাদের এলাকায় রাস্তা নির্মাণে কোম্পানিটির সহায়তা দাবি করছিলেন। বিক্ষোভকারীরা পরে ওই পুলিশ কর্মকর্তা ও এমারেল্ড এনার্জি কোম্পানির কর্মীদের জিম্মি করেন; প্রেসিডেন্ট পেত্রো তাৎক্ষণিকভাবে তাদের ছেড়ে দিতে আহ্বানও জানিয়েছিলেন। এই অস্থিরতা চলাকালে সেখানে এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়, জানিয়েছে বিবিসি। পুলিশ কর্মকর্তা ও তেল কোম্পানির কর্মীদের মুক্তির খবর দিয়ে পেত্রো দুই নিহতের ঘটনায় কারা দায়ী, তা বের করতে তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন