সুইজারল্যান্ডের এক নারী পর্যটককে ভারতের তেজস এক্সপ্রেসে ট্রেনের ভেতরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক কনস্টেবলের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ট্রেনটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই নারী রেল পুলিশের কাছে জিতেন্দ্র সিং নামে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ওই নারীর অভিযোগ, তিনি তার প্রেমিকের সঙ্গে আগরতলা যাচ্ছিলেন। ট্রেন যখন কানপুরে তখন কনস্টেবলটির সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই নারীর প্রেমিককে মারধরের অভিযোগও রয়েছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগকারী জানিয়েছেন, তার দিকে অশ্লীল ভাবে তাকাচ্ছিলেন অভিযুক্ত কনস্টেবল। এরপর তার সঙ্গে অশালীন ভাষায় কথাও বলতে থাকেন তিনি। এক পর্যায়ে তাকে চুমু খাওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ সুইস নারীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরে ট্রেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রতিদিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন