মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কিং কোবরা কী দেখছে দাঁড়িয়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ভারতীয় বন পরিষেবা অফিসার সুসান্ত নন্দা। তিনি বন্য প্রাণী নিয়ে আকর্ষণীয় সব ভিডিও ও ছবি পোস্ট করার জন্য সুপরিচিত। তিনি একটি ‘কিং কোবরা’ সাপের দাঁড়িয়ে থাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন। যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছিল। নন্দা সাপের এই ভিডিও পোস্ট করে একটি টুইট করেন। সেখানে তিনি বলেছেন, ‘কিং কোবরা আক্ষরিক অর্থে ‘দাঁড়াতে’ পারে এবং একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে চোখে দেখতে পারে। কোনো মানুষের মুখোমুখি হলে, তারা তার শরীরের এক-তৃতীয়াংশ মাটি থেকে তুলে নিতে পারে।’ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় কিং কোবরা খাড়াভাবে দাঁড়িয়ে আছে। কাদা মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছু একটা মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে। কিন্তু কী সেটা কেউ জানে না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর থেকে টুইটারে এক লাখ ৫০ হাজারের বেশি ভিউ হয়। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। একজন টুইট করে বলেছেন, ‘মানুষের মতো লম্বা এই বিশাল কিং কোবরার মুখোমুখি হওয়া একজন মানুষের জন্য বিপজ্জনক, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিও একজনের মেরুদ- ঠা-া করে দেওয়ার জন্য যথেষ্ট।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভয়ংকর দৃশ্য।’ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন