পুরনো বাড়ির নিচ থেকে গুপ্তধন উদ্ধারের খবরতো প্রায়ই খবরে শোনা যায়। কিন্তু এবার প্রায় ১০০ বছর পুরনো চকলেট মোড়ক পেয়ে খবরের শিরোনাম হলেন ব্রিটেনের এক নারী। প্লাইমাউথ শহরের বাসিন্দা এমা ইয়ং সম্প্রতি তার বাড়ি সংস্কার করতে গিয়ে ওই বহু যুগ আগের চকলেটের মোড়কটি পান। যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন তিনি। ওই বাড়িটি তৈরি হয়েছিল ১৯৩০ সালে। বাড়িটির বয়স প্রায় ৯০ বছর। খবরে জানানো হয়, তড়িঘড়ি সংস্কারের কাজে হাত দিয়ে পুরনো শৌচালয় ভাঙতেই নিচ থেকে বেরিয়ে আসে ওই চকলেট। এত দিনের পুরনো বাড়ির নিচে চকোলেট কী ভাবে এল? ইন্ডিয়ান এক্সপ্রেস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন