ইরানী চলচ্চিত্র নির্মাতা জাহরা তোরকামানলু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোনা’ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫তম মিডিয়া চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
চল্লিশ পেরিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে কীভাবে সোনাকে তার একাকীত্বের সমস্যা মোকাবেলা করতে হবে- এমন এক গল্প নিয়ে তোরকামালো’র শর্ট ফিল্মটি নির্মাণ করা হয়েছে।
ফারিবা সোহরাবি, নারজেস দেলারাম, সামানেহ বাবাজাদেহ, হেসাম কাজেমি এবং হামেদ গাফ্ফারপুর ‘সোনা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সূত্র: মেহর নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন