স্টাফ রিপোর্টার : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে তিনি মুক্তি পান। কারাবন্দি থাকাকালীন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুক্তির পরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম জানান, গত বছরের ১৮ আগস্ট নাশকতার এক মামলায় কুমিল্লার একটি আদালতে হাজিরা দিতে গেলে এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তখন থেকে তিনি কারাগারেই ছিলেন।
চলতি বছরের ১৪ জানুয়ারি দুই মামলায় তাকে ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দেন বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন