ইনকিলাব ডেস্ক : ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূল হোতা দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে আরব আমিরাত প্রশাসন। অনুমান করা হচ্ছে বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য হতে পারে প্রায় পনেরোশ’ কোটি টাকা। যদিও এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো। মনে করা হচ্ছে, ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এমন বড় পদক্ষেপ নিচ্ছে আরব আমিরাত সরকার। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর থেকেই ভারত ছাড়েন দাউদ ইব্রাহিম। ভারত থেকে পলিয়ে দুবাই গিয়ে নিজের ব্যবসা খুলে বসেছিল দাউ। সেখানেই খুলে-ফেঁপে ওঠে এই আন্ডারওয়ার্ল্ড ডনের সম্পত্তি। দুবাইয়ে বসেই মুম্বাইয়ে কর্মকা- চালাত সে। খবরে বলা হয়, বর্তমানে পাকিস্তান সরকার ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদদে পাকিস্তানেই আত্মগোপন করে আছেন দাউদ। ২০১৫ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে দুবাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই দু’দেশের বৈঠকে উঠে আসে দাউদের বিপুল সম্পত্তির বিষয়টি। আরব আমিরাত সরকারের হাতে তুলে দেয়া হয় দাউদের সম্পত্তি সংক্রান্ত নথি। যার অনুমানিক মূল্য প্রায় পনেরোশ’ কোটি টাকা। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন