ইনকিলাব ডেস্ক : মুম্বাইয়ে গত শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই শ্রমিকরা রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এই বাণিজ্যিক রাজধানীর কুরলা ও বিদ্যাবিহার স্টেশনের মধ্যবর্তী স্থানে সকাল ৬টা ২০ মিনিটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। রেল পুলিশের ডেপুটি কমিশনার রূপালি আম্বুর টেক্স মেসেজে বলেন, নিহত শ্রমিকরা ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এনডিটিভি।
মন্তব্য করুন