শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে কারাগারে দাঙ্গা ২৭ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রায় ১৪ ঘণ্টাব্যাপী চলমান এক দাঙ্গায় ব্রাজিলের নাতাল প্রদেশের একটি কারাগারে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে, বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। সূত্র জানায়, এখন পর্যন্ত নিহতের তালিকা তিনবার সংশোধন করা হলেও তা আরও বাড়তে পারে। গত শনিবার বিকাল থেকে অ্যালাকুস কারাগারে প্রতিদ্বন্দ্বি দুটি গ্রুপের মধ্যে এই দাঙ্গার সূত্রপাত হয়। যা পরদিন ভোররাত পর্যন্ত চলে। কারা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিলেন, কয়েকজন কয়েদীকে শিরোñেদও করা হয়েছে। আমরা তিনজন কয়েদীর কাটা মাথা দেখতে পেয়েছি, বলে জানান কারগারের ব্যবস্থাপনা সমন্বয়ক জেমিলটন সিলভা। তবে এই দাঙ্গায় কোন কারারক্ষী বা পুলিশের কোন সদস্য আহত হয়েছেন কিনা তা এখনও জানা সম্ভব হয়নি। জানা গেছে, কারাগারে বন্দি থাকা ব্রাজিলের একটি ভয়ংকর অপরাধী সংগঠনের সদস্যরা একই কারাগারে পৃথক সেলে থাকা তাদের প্রতিদ্বন্দ্বিদের ওপর হামলা চালালে এই দাঙ্গার সূত্রপাত হয়। এখনও কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। একটি ভিডিও ফুটেছে দেখা গেছে, কয়েদীরা কারাগারের ছাদের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং কারাগারের একটি ভবন থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। স্থানীয় কয়েকজন সংবাদকর্মী জানিয়েছেন, সংঘর্ষ শুরুর আগে কয়েদীরা কারাগারের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলো। রিও ডি জেনেরিও এর গ্লোব পত্রিকার সংবাদে বলা হয়েছে, সংঘর্ষের সময় মাত্র একজন কয়েদী পালিয়ে গেলেও তাকে দ্রুতই গ্রেফতার করা হয়। বিশ্বাস করা হচ্ছে, কোনও কয়েদীই পালাতে পারেনি। তবে কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালাকুস কারাগার ৬২০ জন কয়েদী রাখার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেখানে ১ হাজারেরও বেশি কয়েদী ছিলো, যা ব্রাজিলের কারাগারগুলোর একটি প্রধান সমস্যা। এ নিয়ে এ বছরই তৃতীয়বারের মতো ব্রাজিলের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটলো। এর আগে, অ্যামাজোনাস এবং রোরামিয়া প্রদেশের কারাগারে দাঙ্গায় ১০০ জনেরও বেশি কয়েদী নিহত হয়েছিলো। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন