বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে : হকিং

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আলোচিত বিজ্ঞানী স্টিফেন হকিং আবারও সতর্ক করে শোনালেন যে, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে- এখন শুধু সময়ের অপেক্ষা! আলোচিত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং হঠাৎ করেই উদয় হন নানা বাণী নিয়ে। এবার তিনি যে বাণী নিয়ে এসেছেন সেটি হলো পৃথিবী ধ্বংসের ইঙ্গিত। তিনি এমন আশংকা করে বলেছেন, মানব সভ্যতার ইতি এখন শুধু সময়ের অপেক্ষা! তার বক্তব্য হলো, অবিলম্বে মহাকাশে থাকার জায়গা খুঁজে না পেলে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করছেন, পৃথিবী খুব শিগগিরই ধ্বংসের দিকে এগোচ্ছে। তবে এবার একেবারে সময়সীমা বেঁধে দিয়ে স্টিফেন হকিংয়ের দাবি করেছেন, ‘মানব সভ্যতা আর ১ হাজার বছরও টিকবে কিনা সন্দেহ রয়েছে। তিনি মনে করেন, মহাকাশে দ্রুত বাসস্থানের খোঁজ না পেলে চিরতরে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নেই পৃথিবীর। সিডনি অপেরা হাউসে একটি বিজ্ঞানসভার ফাঁকে স্টিফেন হকিং আরও বলেন, পৃথিবীর মেয়াদ ফুরানোর পথে। তাই ভবিষ্যতে মানবসভ্যতা বাঁচাতে হলে মহাকাশ ছাড়া কোনো গতি নেই। উল্লেখ্য, পৃথিবী ধ্বংসের আশংকা প্রকাশ করে এর আগেও বহুবার ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং এই গ্রহটি ধ্বংস হয়ে যাওয়ার নানা কারণও উল্লেখ করা হয় বিভিন্ন সময়। কিন্তু এ জাতীয় ভবিষ্যদ্বাণী বারবার অমূলক প্রমাণিত হলেও আগামীদিনের জন্য এ ধরনের আশংকা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারণ আগের তুলনায় বর্তমান সময়ের পৃথিবী অনেক বেশি বিপজ্জনক। এর ফলে গ্রহটির ধ্বংস হয়ে যাওয়া আশংকাও অনেক বেড়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন