ইনকিলাব ডেস্ক : ভারতের কানপুরে একটি নির্মানাধীন বহুতল ভবন ধসে সাত জনের মৃত্যু হয়েছে। ভবনের নিচে এখনো পর্যন্ত আরো কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গত বুধবার বিকালে এই দুর্ঘটনাটি ঘটে কানপুর শহরের জাজমৌ এলাকায়। সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা মেহতাব আলমের মালিকাধীন ওই ভবনটির ষষ্ঠ তলায় শ্রমিকরা কাজ করছিলেন। নিহতরা সকলেই শ্রমিক ও তাদের স্বজন বলে জানা গেছে। ধ্বংস্তূপের নিচ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কানপুরের জেলা শাসক কৌশল রাজ জানান উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের পাশাপাশি সেনাকেও মোতায়েন করা হয়েছে। ভবনটির নিচে এখনও ৪০ জনের আটকে পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন