ইনকিলাব ডেস্ক : শুধু গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে দুই লাখ ২৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেকারত্বের হার বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। শুক্রবার সকালে প্রকাশিত ট্রাম্পের শাসনামলের প্রথম কর্মসংস্থানের রিপোর্টে দেখা যায়, গত মাসের শেষদিকে প্রেসিডেন্ট ওবামার বিদায়ের পরও দেশটির শ্রমবাজারের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার ঘোষণা করেছিলেন। এক বিবৃতিতে কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ারম্যান কেভিন ব্রাডি বলেন, আজকের চাকরির রিপোর্ট একটি শুভ সংবাদ। আমাদের অর্থনীতি তার ভিত্তি খুঁজে পেতে শুরু করেছে তবে একে পূর্ণ গতিতে চালু করতে হলে আমাদের আরো অনেক কিছু করার রয়েছে। ট্রাম্প এখনো তিন সদস্যের অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের জন্য কোনো অর্থনীতিবিদের নাম ঘোষণা করেননি। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন