ইনকিলাব ডেস্ক : সম্পর্ক জোরদার করতে ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য। ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের দুটি প্রতিনিধি দল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে থাকবেন দেশের ৮ কংগ্রেস সদস্য। ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩ ফেব্রুয়ারি। হোয়াইট হাউসে আসার পরেই ভারতকে বন্ধু দেশ বলে মোদিকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাস দমনের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও পাশে থাকার আশ্বাস দেন তিনি। আর এবার যাচ্ছেন রেকর্ডসংখ্যক মার্কিন কংগ্রেসম্যান। সূত্রের খবরে বলা হয়, ভারতের অর্থনীতি থেকে রাজনীতি, গণতন্ত্রের কাঠামো থেকে উন্নয়নের সম্ভাবনা, এমন প্রতিটি ক্ষেত্র খতিয়ে দেখবে দল দুটি। যদিও ওয়াশিংটনের তরফে নয়া লগ্নি কিংবা দু’দেশের মধ্যে নতুন চুক্তি সই নিয়ে ইঙ্গিত মেলেনি। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন