শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো জেএফ-১৭

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নতুন ১৬টি মাল্টি-রোল জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হলো পাকিস্তানের বিমানবাহিনীতে। গত বৃহস্পতিবার পাকিস্তান পাঞ্জাব প্রদেশের অ্যাটক অঞ্চলে অবস্থিত কমরা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে নতুন যুদ্ধবিমানগুলো পাকিস্তানকে হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা। জানা গেছে, পাক বিমানবাহিনীর ১৪ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হচ্ছে নতুন বিমানগুলি। ইতিমধ্যেই, পাকিস্তান বিমানবাহিনীতে ৭০-এর বেশি এধরনের যুদ্ধবিমান রয়েছে। ফলে, এই বিমানই পাকিস্তানের আকাশে মূল স্তম্ভ। জানা গিয়েছে, ভবিষ্যতে আরো ২৫০-৩০০ এ ধরনের বিমান পাকিস্তান বিমানবাহিনীয় অন্তর্ভুক্ত করা হবে। এই বিমানে রয়েছে আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ইনফ্রারেড আকাশ ও আকাশ মিসাইল এবং মাঝারি পাল্লার রেডার-গাইডেড বিভিআর মিসাইল। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান সোহেল আম্মানের দাবি, বিশ্বের যেকোনো চতুর্থ প্রজন্মের বিমানকে টেক্কা দিতে পারে জেএফ-১৭
থান্ডার। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন