সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের মনিপুরে মুসলিম ছাত্রীদের স্কার্ফ-ওড়না নিষিদ্ধ

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপের কয়েকটি দেশে মুসলিম নারীর স্কাফ নিষিদ্ধ করা হয়েছে। স্কার্ফ নিষিদ্ধ করার জন্য নানা মতবাদ সেখানে প্রচলিত রয়েছে। অবশেষে ভারতের মনিপুর রাজ্যের ‘ব্রাইটার একাডেমি’ নামে বেসরকারি একটি স্কুলে মুসলিম ছাত্রীদের স্কার্ফ পরা নিষিদ্ধ করেছে স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো নারী বা ছাত্রী স্কাফ পরিধান করে স্কুল চত্বরে প্রবেশ করতে পারবে না। এখানেই শেষ নয়, সেই স্কুলে কোনো ছাত্রী পর্দা রক্ষার জন্য যে ওড়না ব্যবহারের নিয়ম রয়েছে তাও নিষিদ্ধ করেছে। স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্কুলের শিক্ষার্থীসহ মুসলিমদের বিভিন্ন সংগঠন। তারা কোনোভাবেই স্কুল কর্তৃপক্ষের এই বেপর্দার সিদ্ধান্ত মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছেন। গত বুধবার এ বিষয়ে টিওআইর কাছে প্রতিক্রিয়া জানান অল মনিপুর মুসলিম গার্ল স্টুডেন্টস ইউনিয়ন বা এএমএমজিএসইউ প্রেসিডেন্ট রুকশানা চৌধুরী। তিনি টিওআইকে বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সকল মানুষের নিজের কৃষ্টি ও ধর্মীয় আচারণ রক্ষা অধিকার রয়েছে। বেপর্দা থাকার নির্দেশ করাটাই অন্যায়। মুসলিম নারীর জন্য মাথা ঢেকে রাখা একটি অবশ্যপালনীয় ধর্মীয় রীতি। তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নতুন ড্রেস কোড চালু করেছে। এ ধরনের কড়াকড়ি মুসলিম ছাত্রীদের মানসিক নির্যাতনের শামিল। মুসলিম ছাত্রীরা খুব প্রতিকূল অবস্থায় রয়েছে। এএমএমজিএসইউর প্রেসিডেন্ট আরো বলেন, অনেক ছাত্রী মৌখিক প্রতিবাদ করেছে। কেউ কেউ স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আমরা স্কুলের অধ্যক্ষ, শিক্ষামন্ত্রী ও ইমফল পশ্চিমাঞ্চলের উপকমিশনারকে স্মারকলিপি দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন