ইনকিলাব ডেস্ক : লেফটেন্যান্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টারকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ট্রাম্প তার নাম ঘোষণা করেছেন। এর ফলে ম্যাকমাস্টার মিচেল ফ্লিনের স্থলাভিষিক্ত হলেন। গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার বিতর্কের মধ্য দিয়ে পদত্যাগ করেছিলেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। পরে ওই পদে ভাইস অ্যাডমিরাল রবার্ট হাওয়ার্ডকে নিয়োগ দিতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু হাওয়ার্ড তা প্রত্যাখ্যান করেন। নতুন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার বলেন, মার্কিন জনগণের স্বার্থরক্ষার জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তত। প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টার ইরাক ও আফগানিস্তানে সরকারের দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছিল। সোজাসাপ্টা কথা এবং ঊর্ধ্বতনদের সমালোচনার জন্য ম্যাকমাস্টার সুপরিচিত। মস্কোর সঙ্গেও তার সম্পর্ক ঘনিষ্ঠ নয়। এমনকি স¤প্রতি তিনি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে গবেষণার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছিল। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে কাজ করতে আগ্রহী এবং প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় বরাবরই পঞ্চমুখ। ডোনাল্ড ট্রাম্প, ৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার সম্পর্কে বলেছেন, তিনি অসাধারণ প্রতিভা এবং অসাধারণ অভিজ্ঞতাসম্পন্ন একজন মানুষ, যাকে সেনাবাহিনীর প্রত্যেকেই শ্রদ্ধা করে। খবরে বলা হয়, ট্রাম্প তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে দেয়া এ ঘোষণার সময় তার পাশেই ছিলেন ম্যাকমাস্টার। এসময় উপস্থিত ছিলেন ক্যালোগ। এর আগে ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের জন্য অনেকের সাক্ষাৎকার নেন। সেনাবাহিনীর ইন্টারগেশন সেন্টারের প্রধান ম্যাক মাস্টারের ইরাক, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অনুসন্ধানী এ কর্মকর্তার। এর আগে এ পদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দের ছিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হার্ডওয়ার। তিনি ট্রাম্প প্রশাসনে কাজে অস্বীকৃতি জানানোর পর ম্যাকমাস্টারকেই বেছে নেয়া হলো। ম্যাকমাস্টারকে মনোনীত করার পর ট্রাম্প বলেন, তাকে আমি পর্যালোচনা করেছি। মেধাবী ও চৌকস এ ব্যক্তিটিকে সেনাবাহিনীর সবাই খুবই শ্রদ্ধা করে। বিবিসি, সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন