শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিঙ্গাপুরের আকাশে বহু রঙের দুর্লভ মেঘ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরের আকাশে গত সোমবার বিকেলে এক দুর্লভ ধরনের বহুরঙা মেঘ দেখা গেছে। দেশটির স্থানীয় পত্রপত্রিকা বলছে, এটা সম্ভবত ছিল যাকে বলা হয় আগুনে-রংধনু বা ফায়ার রেইনবো । আকাশে বরফ-স্ফটিকের মেঘ তৈরি হলে এবং তাতে সূর্যের আলো পড়লে এই বিশেষ ধরণের রংধনু সৃষ্টি হয়। তবে অন্য অন্য অনেকে বলেছেন বায়ুমন্ডলে পানির কণা বা স্ফটিক থেকে আলো ছিটকে পড়েও এমনটা হতে পারে। নগর-রাষ্ট্রটির বাসিন্দাদের মোহিত করেছে এই বহুবর্ণিল মেঘ - যা দেখা গেছে মাত্র ১৫ মিনিটের জন্য। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শুরুতে এটা ছিল কমলা রঙের একটা বৃত্তের মতো কিন্তু তার পর এটা ক্রমশ আরো বড় হতে লাগলো এবং অন্য আরো নানা রঙ ফুটে উঠতে শুরু করলো। বিবিসি।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন