ইনকিলাব ডেস্ক : ইসরাইলের কাছ থেকে অত্যাধুনিক এমআর-এসএএম এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনছে ভারত। এতে খরচ হবে ১৭ হাজার কোটি রুপি। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ সংকেত দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আপাতত এমআর-এসএএম মিসাইলের ৫টি রেজিমেন্টকে কাজে লাগানো হবে। এই রেজিমেন্টে থাকবে ৫টি ফায়ারিং ইউনিট। এই ইউনিটের হাতে থাকবে ২০০ মিসাইল। গত বুধবার এ নিয়ে মোদীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওই মিসাইল কেনার ব্যবাপারে সবুজ সংকেত দিয়েছেন মোদী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবর অনুযায়ী ইসরাইলের এই মিসাইল ভূমি থেকে ৫০-৭০ কিলোমিটার ওপরেও কোনো শত্রæ বিমানকে নামিয়ে দিতে পারে। ইসরাইলের সঙ্গে যৌথভাবে একই ধরনের অন্য একটি মিসাইল তৈরি করছে ডিআরডিও। ওই মিসাইলটি তৈরি করা হচ্ছে ভারতীয় বিমানসেনা ও নৌবাহিনীর জন্য। ২০০৯ সালেই এ নিয়ে ভারতীয় বিমানবাহিনী কেন্দ্রের প্রয়োজনীয় অনুমতি পেয়ে যায়। তবে সেই কাজ বেশকিছু দিন থমকে ছিল। ইন্ডিয়া টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন