শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মুম্বাইয়ের ১৬ এলাকায় সেলফি তোলা নিষেধ

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ১৬টি এলাকায় সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়ার পর এবার সেলফি নিষিদ্ধ করা হলো। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা প্রাইস ইকোনমির তথ্য অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে ২০১৪ সালে সারাবিশ্বে ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভারতে (১৯ জন)। ১২৫ কোটি জনসংখ্যার দেশটিতে দ্রুতগতিতে স্মার্টফোনের বাজার বাড়ছে। সেলফি তোলার প্রবণতাও ভয়াবহ আকার ধারণ করায় মুম্বাই পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বলা হয়েছে, সেলফি তোলার কিছু কিছু এলাকা বিশেষ করে কোনো ধরনের প্রতিবন্ধকতাবিহীন সমুদ্র উপকূলবর্তী স্পট এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এসব নিষিদ্ধ এলাকায় যে কেউ সেলফি তুললে তাকে এজন্য ১২শ রুপি জরিমানা গুনতে হবে। চলতি মাসে সেন্ট্রাল ইন্ডিয়ার নাশিকে বাঁধের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এক শিক্ষার্থী পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে আরেক শিক্ষার্থী নদীতে লাফিয়ে পড়লে দুজনই নিখোঁজ হয়। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন