ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিমদের একটি মসজিদে ইসলামিক স্টেটের (আইএস) জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই বোমা হামলায় আহত হয়েছেন অনেকে। মসজিদের ভেতরেই প্রথম আত্মঘাতী হামলাকারী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারীও বোমার বিস্ফোরণ ঘটান। আইএস গোষ্ঠী রাসূল আল-আজম মসজিদে এই দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। পুলিশের একটি সূত্র বলেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী শুয়ালা জেলায় রাসূল আল-আজম মসজিদের সামনে নিজেদের উড়িয়ে দেয়। ইরাকে শিয়া সম্প্রদায়ের মসজিদগুলোকে লক্ষ্য করে আইএস ধারাবাহিকভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন