ইনকিলাব ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে লেখা একটি খোলা চিঠিতে ১৫৩ জন ফরাসি সংসদ সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহŸান জানিয়েছেন। চিঠিতে প্রেসিডেন্ট ওলাঁদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহŸান জানানো হয়েছে। চিঠিতে ফরাসি সংসদের উভয় কক্ষের বেশিরভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। চিঠিতে ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলা হয়েছে, কেবলমাত্র দ্বিপক্ষীয় আলোচনাই সফল হতে পারে বলে আপনি মন্তব্য করেছেন। তাই কেবলমাত্র সমান সমান অবস্থান থেকে অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের আলোচনা চলতে পারে। এতে আরো বলা হয়, দুই রাষ্ট্র সমাধানের পক্ষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স কথা বলবে। ফ্রান্স একটিমাত্র রাষ্ট্র মেনে নেবে তা হতে পারে না। ফ্রান্স যে কথা বলে সে অনুযায়ী কাজ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত মাসে ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স। এতে প্রায় ৭০টি দেশ অংশ নিয়েছিল, অবশ্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আমেরিকা এ সম্মেলন বর্জন করে। এ ছাড়া, ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসও এতে অংশ নেননি। প্রেস টিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন