শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাজায় ইসরাইলি বিমান হামলায় আহত ৪

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় আহত হয়েছেন অন্তত ৪ জন। ফিলিস্তিন ভুখÐ থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি রকেট নিক্ষেপের জেরে এ হামলা চালানো হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ফিলিস্তিনি রকেটের আঘাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার ফিলিস্তিন ভ‚খÐ থেকে পরিচালিত রকেট হামলার জবাব দিতে তাদের যুদ্ধ বিমান গাজায় হামাসের ৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, গাজায় কোনো ধরনের সামরিক অভিযান চালানোর ইচ্ছা ইসরাইলের নেই। কিন্তু আমরা আমাদের দিকে আসা রকেটের সামান্য টুকরাকেও কখনো মেনে নেব না। আর এজন্য হামাসকে দায় নিতে হবে। এদিকে এখন পর্যন্ত ইসরাইলি ভ‚খÐে রকেট হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসরাইলি প্রশাসন এ হামলার পেছনে হামাসকে দায়ী করছে। হামাস গাজা উপত্যকার শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। যদিও হামাস এ অভিযোগ অস্বীকার করেছে। হামাসের মুখপাত্র ফাওজি বারহউম বলেন, প্রতিরোধ ব্যবস্থায় কোনো ধরনের আঘাতের কারণে আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটলে, এজন্য ইসরায়েল দায়ী থাকবে। প্রসঙ্গত, ২০১৪ সালে ইসরায়েল-ফিলিস্তিনের সবশেষ লড়াই হয়। রয়টার্স, এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন