ইনকিলাব ডেস্ক : অন্যতম শীর্ষ উৎপাদক দেশ অস্ট্রেলিয়া ২০১৬ সালে ২৯৮ টন স্বর্ণ উত্তোলন করেছে। ১৭ বছরের মধ্যে এটি দেশটিতে মূল্যবান ধাতুটির সর্বোচ্চ উত্তোলন। অস্ট্রেলিয়াভিত্তিক খনি কোম্পানি সারবিটন অ্যাসোসিয়েটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সারবিটন অ্যাসোসিয়েটসের প্রতিবেদনে বলা হয়েছে, বছরজুড়ে দাম ভালো থাকায় স্থানীয় উৎপাদকরা বেশ লাভবান হয়েছেন। প্রতিষ্ঠানাটির পরিচালক স্যান্ড্রা ক্লোজ বলেন, সার্বিকভাবে ২০১৬ সালে বেশ ভালো দাম পেয়েছে অস্ট্রেলিয়ায় উৎপাদিত স্বর্ণ। অনুক‚ল বিনিময়মূল্য এবং দুর্বল মার্কিন ও অস্ট্রেলিয়ান ডলারের কল্যাণে এমনটি হয়েছে। তিনি আরো বলেন, ১৯৯৭ সালে অস্ট্রেলিয়া রেকর্ড পরিমাণ স্বর্ণ উত্তোলন করেছিল। ওই বছর দেশটিতে ধাতুটি উত্তোলনের পরিমাণ ছিল ৩১৪ টন। সে হিসাবে ১৭ বছরের মধ্যে গত বছর সর্বোচ্চ পরিমাণ উত্তোলন হয়েছে ধাতুটির। অস্ট্রেলিয়ায় খনিগুলো সংস্কার ও উন্নয়নের প্রভাব পড়েছে গত বছরের উত্তোলনে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন