ইনকিলাব ডেস্ক : সিরিয়া ইস্যুতে ব্যাপক মতপার্থক্যের মধ্যেই পাকিস্তানে এক মঞ্চে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল ইসলামাবাদে শুরু হওয়া ১৩তম ইকোনোমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইসিও) সম্মেলনে যোগ দিতে বর্তমানে পাকিস্তান সফরে আছেন দুই নেতা। ইসিও সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন এরদোগান-রুহানি। এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে ইসিও প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল তুরস্ক, পাকিস্তান ও ইরান। ১৯৯২ সালে আরও সাতটি দেশকে ইসিও-ভুক্ত করা হয়। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। পাকিস্তানে অনুষ্ঠিত এবারের সম্মেলনে সংস্থাটির সদস্য দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নিয়েছে চীন। এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য, পরিবহন ও জ্বালানি খাতের মতো সেক্টরে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন দেশগুলোর নেতারা। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়া তিনি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এদিকে ইসিও সম্মেলনকে ঘিরে ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সম্মেলনের নিরাপত্তার নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া সম্মেলন চলাকালে ইসলামাবাদের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস দুপুর ১টার মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
কর্তৃপক্ষ। সূত্র : আনাদোলু এজেন্সি, ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন