শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যৌথ মহড়া শুরু

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশাল আকারে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনারা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পরীক্ষায় প্রতি বছরই এ ধরনের মহড়া করে থাকে দেশ দুটি। গত বুধবার থেকে এ মহড়া শুরু হয়েছে। প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি একটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতির মধ্যেই ফোয়াল ঈগল নামের সামরিক মহড়া শুরু করল দক্ষিণ কোরীয় ও মার্কিন কর্তৃপক্ষ। মহড়া শুরু হওয়ার কথা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটিতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি। আগামী মাসের শেষ পর্যন্ত এ মহড়া চলবে। তবে মহড়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার তিন লাখ ও যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার সৈন্য অংশ নিয়েছিল। রয়টার্স।  


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন