শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনের বিআরআই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন ভারত

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন ও ভারত দুই পক্ষই অনেক দিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) নির্মাণের ঘোষণা দিয়েছে বেইজিং। যদিও চীনের এ ঘোষণায় ভারত কিছুটা উদ্বিগ্ন।  কারণ এই করিডোরের একটি রাস্তা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের ভেতর দিয়ে যাবে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) মুখপাত্র ফুইং বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই প্রকল্প থেকে ভারতও লাভবান হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ প্রকল্প এ অঞ্চলের আর্থিক উন্নয়েনের জন্য নেয়া হয়েছে। কাজেই সবার উচিত এ প্রকল্প নিয়ে খোলা মনে ভাবনা চিন্তা করা। কারণ এ থেকেই সব পক্ষই লাভবান হবে।
এনপিসির ১০ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের আগেই ফু এ মন্তব্য করলেন। এ সম্মেলনে প্রেসিডেন্টে জিনপিংয়ের বি আরআই প্রকল্প পাস করা হবে বলে আশা করা হচ্ছে। গত ২২ ফেব্রæয়ারি স্ট্র্যাটেজিক ডায়ালগ ইন বেইজিং এ চীন বি আরআই সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলনে ভারতের প্রতিনিধি পাঠানোর ওপর গুরুত্বারোপ করে। আগামী গ্রীষ্মে চীনের রাজধানীতে ওই বৈঠক হওয়ার কথা। বি আরআই প্রকল্পের মাধ্যমে অনেক দেশই যুক্ত হবে। একে অনেক দেশই করিডোর হিসেবে কাজে লাগাতে পারবে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বলেছিলেন, বি আরআই প্রকল্পের একটি অংশ হচ্ছে চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি)। বি আরআইয়ের এ অংশ নিয়ে ভারতের আপত্তি। যেহেতু এটা পাকিস্তানের মধ্য দিয়ে যাতে ফলে ভারতের সাবভৌমত্ব ক্ষুণœ হবে। জয়শঙ্কর বলেন, এটা শুধু যোগাযোগ বাড়ানোর সঙ্গে যুক্ত নয়, এটি মনে রাখতে হবে সিপিইসিও বি আরআই প্রকল্পের একটি অংশ। আর সিপিইসির জন্য ভারতের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। কারণ পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পর থেকেই আমাদের জন্য সার্বভৌমত্ব স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই এমন একটি প্রকল্পে যুক্ত হলে নিজ উদ্যোগে দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলা হবে। কাজেই এই বিষয়টি মাথায় রেখে প্রস্তাবে কোনো পরিবর্তন আনার হয় কিনা সেটি দেখার অপেক্ষায় আছি। এ বিষয়ে এনপিসি মুখপাত্র ফু বলেছেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে স্পর্শকাতর সব বিষয়ে একে অন্যের উদ্বেগের বিষয়ে মাথায় রেখেই ভারত-চীনের একসঙ্গে কাজ করা উচিত। এতে করে ভালো ফল আসবে। আমাদের এমন কোনো বিষয়কে প্রশ্রয় দেয়া উচিত হবে না যা একটি বৃহৎ উদ্যোগের পথে বাধা সৃষ্টি করে। সূত্র : ইন্ডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন