বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জর্ডানে একদিনে ১৫ জনের মৃত্যুদন্ড অ্যামনেস্টির নিন্দা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত ১০ জন হতে ১৫ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। শনিবার ফাঁসিতে ঝুলিয়ে এদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সরকারি মুখপাত্র মোহাম্মদ আল মোমানি জানান, এদের মধ্যে ১০ জন এক দশক আগে পশ্চিমা পর্যটকদের ওপর হামলা চালিয়েছিলো এবং এদের একজন গত বছর একটি ফিলিস্তিনি আশ্রয় শিবিরের কাছে হামলা চালায়, যাতে পাঁচ নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। অন্য পাঁচজন সন্দেহভাজন আইএস জিহাদি। নিরাপত্তা বাহিনী এদের ইরবিদ শহর থেকে গ্রেফতার করে। একই বছর সন্ত্রাসী হামলায় ৭ জিহাদি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। দেশটিতে সাম্প্রতিককালে এটাই বড় ধরনের মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা।
জর্ডানে সাম্প্রতিক বছরগুলোতে একশ বন্দিকে মৃত্যুদন্ড দেয়া হয়। এদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই জঙ্গী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, যাদের মৃত্যুদন্ড কার্যকর হতে পারে। আদালত সূত্র জানায়, কর্তৃপক্ষ এমন একজনকে মৃত্যুদন্ড দিয়েছে, যিনি আদালত প্রাঙ্গণে এক খ্রিস্টান লেখককে গুলি করে হত্যা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননার দায়ে ওই লেখকের বিচার চলছিল। মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মৃত্যুদন্ড কার্যকরের নিন্দা জানিয়ে বলেছে, মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হয় এবং কোন স্বচ্ছতা ছিল না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন