শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দূষিত পরিবেশে বছরে ১৭ লাখ শিশুর মৃত্যু হচ্ছে

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) জানিয়েছে, দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিবছর বিশ্বের ১৭ লাখ শিশু মারা যাচ্ছে। বিশ্বে বিভিন্ন কারণে পাঁচ বছরের নিচে যে পরিমাণ শিশু মারা যাচ্ছে, তার চার ভাগের এক ভাগ মারা যাচ্ছে এই কারণে। গতকাল সোমাবার ডবিøউএইচও তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দূষিত পরিবেশে নোংরা পানি ও বাতাস এবং অন্যের ধূমপানের ধোঁয়া গ্রহণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জ্ঞান না থাকায় বিভিন্ন রোগে ভুগে এসব শিশু প্রাণ হারাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের অপরিচ্ছন্ন ও দূষিত পরিবেশে মহামারির মতো শিশুদের ডায়রিয়া, কলেরা ও নিউমোনিয়া হয়ে থাকে। এতে বছরে প্রায় ১৭ লাখ শিশু মারা যাচ্ছে। ডবিøউএইচওর মহাপরিচালক মার্গারেট চান এক বিবৃতিতে বলেছেন, দূষিত পরিবেশ একটি মারাত্মক বিষয়, বিশেষ করে শিশুদের জন্য। দূষিত বাতাস ও পানি তাদের বাড়ন্ত অঙ্গপ্রত্যঙ্গ, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের ছোট দেহ ও শ্বাসতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। ডবিøউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃগর্ভে শিশুরা দূষিত পরিবেশের কারণে রোগে আক্রান্ত হতে পারে। এ অবস্থায় ভূমিষ্ঠ শিশুরা অস্বাভাবিকও হতে পারে। এ ছাড়া জন্মের পরও তারা ঘরে-বাইরে একই ধরনের দূষণের শিকার হয়ে থাকে। এ কারণে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং তারা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টে পড়ে যেতে পারে। এএফপি।
                        

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন