ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত কয়েক সপ্তাহে আমেরিকার টেক্সাস থেকে এই মার্কিন সেনারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছে। সম্প্রতি উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্র একটি সম্পূর্ণ সেনা ইউনিট মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। শীতল যুদ্ধ পরবর্তী সময় থেকে শান্তি রক্ষার্থে দক্ষিণ কোরিয়ায় কয়েকশ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রত্যেক মাসে সৈন্যদের রদবদল করা হয়। কিন্তু গত বছরের জুনে প্রথমবারের মতো পুরো এক ব্রিগেড সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন কর্তৃপক্ষ। এভাবেই ইরাক ও আফগানিস্তান যুদ্ধে সেনা পাঠিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সৈন্যদের ডেপুটি কমান্ডার কর্নেল স্কট সোনসালা বলেন, ‘অবশ্যই এটি যুদ্ধ প্রস্তুতিমূলক পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ায় একটি পুরো ইউনিট সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত এসেছে ওপর থেকে। তবে আমরা এখনো দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করিনি’। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন