শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে জয়ললিতার মৃত্যু নিয়ে সন্দেহ ঘনীভ‚ত হচ্ছে

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ৃর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু ঘিরে সন্দেহ দূর করতে গত বুধবার এইমস ও এপোলো হাসপাতালের প্রদত্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে তামিলনাড়–র পালানীস্বামী সরকার। প্রয়াত এডিএমকে নেত্রীর ভুল চিকিৎসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন, কিন্তু সব সন্দেহ দূর হচ্ছে না তাতেও। বরং নতুন করে প্রশ্নের মুখে পড়েছে চেন্নাইয়ের এপোলো হাসপাতাল। কারণ, গত ২২ সেপ্টেম্বর রাতে ঠিক কী অবস্থায় জয়ললিতাকে ভর্তি করা হয়েছিল, তা নিয়ে তাদের প্রথম দিকের বিবৃতির সঙ্গে রাজ্য সরকারকে দেয়া এইমসের রিপোর্ট মিলছে না। যা নিয়ে গত বুধবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এমকে স্টালিন। ডিএমকের কার্যনির্বাহী সভাপতি স্টালিনের বক্তব্য হলো, গত ২৫ সেপ্টেম্বর এপোলো হাসপাতাল জানিয়েছিল, জ্বর ও অপুষ্টিজনিত কারণে ভর্তি করা হয়েছে জয়ললিতাকে কিছু দিনের মধ্যেই তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন কিন্তু এইমসের রিপোর্ট বলছে, জয়ললিতাকে যখন ভর্তি করা হয় তখনই জীবনদায়ী ব্যবস্থায় ও সংজ্ঞাহীন ছিলেন তিনি। পিটিআই, এবিপি।
 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
এস, আনোয়ার ১০ মার্চ, ২০১৭, ৩:৩৭ পিএম says : 0
মরে গিয়ে যে আত্মা একবার ভুত হয়ে যায় তা আর কোনদিন মানুষ হবে না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন