শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নির্বাচনে পিছিয়ে থেকেও গোয়ায় সরকার গঠন করছে বিজেপি

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোয়া বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল না হলেও সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সরকার গঠনের দাবি জানানোর পর মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিকরের নিয়োগপত্রও দিয়েছেন রাজ্যপাল। গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ২১ জন বিধায়কের সমর্থন। কংগ্রেস জয় পেয়েছে ১৭টি আসনে, বিজেপি ১৩টি আসনে এবং অন্যান্য রাজনৈতিক দল জয় পেয়েছে ১০ আসনে। ফল ঘোষণার পরই নিজেদের ১৩ জন নির্বাচিত বিধায়কের সঙ্গে আরও ৯ জন বিধায়কের সমর্থনের কথা উল্লেখ করে রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গঠনের দাবি জানান মনোহর পারিকর। পরে ১২ মার্চ রাতেই পারিকরকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের চিঠি পাঠান রাজ্যপাল। তবে ওই চিঠিতে শপথ গ্রহণের তারিখ বা সময় উল্লেখ করা হয়নি। বিজেপি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আজ মঙ্গলবার পারিকর শপথ নিতে পারেন। এর আগে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ দাবি করেছিলেন, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গোয়ায় বিজেপিই সরকার গঠন করবে। তবে কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি সরকার গঠনের জন্য বিধায়ক কেনা-বেচায় নেমেছে। গোয়ার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, গোয়ায় সরকার গড়তে বিধায়কদের কিনেছেন বিজেপি নেতারা।
উল্লেখ্য, সরকার গঠন করতে কংগ্রেসের দরকার ছিল নিজ দলের বাইরে মাত্র ৪ জন বিধায়কের সমর্থন। ১টি আসন পাওয়া শরদ পওয়ারের দল এনসিপি কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু বিজেপির পক্ষে সমর্থন রয়েছে ৩টি করে আসনে জয়লাভ করা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টির। নির্দলীয় ৩ বিধায়কও বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে ওই ৯ বিধায়কের সমর্থনে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২। আর এ ক্ষেত্রে সামনে রাখা হয়েছে গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের মোদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন