ইনকিলাব ডেস্ক : ভারতে নিজের পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। মহারাষ্ট্র প্রদেশের থানি শহরে গতকাল রোববার সকালে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। তবে ঘাতক এবং নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। খবরে বলা হয়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ৭ শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা করেছে পরিবারেরই এক সদস্য। হত্যার আগে সবাইকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। পরে অচেতন অবস্থায় সবাইকে গলা কেটে হত্যা করে ওই ঘাতক। নিহতদের মধ্যে সাত শিশু এবং ছয় নারী ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ১৪ জনকে হত্যার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকালে মহারাষ্ট্রের একটি বাড়িতে এ বর্বর হত্যাকা- ঘটে। স্থানীয় সূত্রের ও পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পরিবারের একে একে ১৪ জনকে গলা কেটে হত্যা করে ওই আত্মঘাতী। তবে, আঘাত পেলেও বেঁচে গেছেন এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ১৪ জনের লাশ উদ্ধার করে। সে সময় হত্যাকারীর ঝুলন্ত লাশও উদ্ধার করা হয়। তবে ওই ঘাতকের সঙ্গে নিহতদের কি সম্পর্ক তা এখনও জানা যায়নি। তবে ওই পরিবারের এক নারী সদস্য প্রাণে বেঁচে গেছেন। তাকে হত্যা করতে পারেনি ওই ঘাতক। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ওই ঘাতককে ছুরি হাতে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে নিজের পরিবারের সদস্যদের এভাবে হত্যা করলেন ওই ব্যক্তি তা এখনও পরিষ্কার নয়। পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরেই এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন