মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফক্স নিউজের ভক্ত ডোনাল্ড ট্রাম্প

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: বতর্মান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে বলা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেসিডেন্ট। কারণ মূল ধারার সংবাদ মাধ্যমকে পাশ কাটিয়ে তিনি নিজের টুইটারেই সরব ছিলেন সব সময়। নির্বাচনী প্রচারণার সময় থেকে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত টুইটারেই তিনি সংবাদমাধ্যমের কাজ সেরেছেন। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখ। এখনো তিনি টুইটারেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। তবে টুইটার ছাড়াও মূলধারার যে সংবাদমাধ্যমটিকে তিনি গুরুত্ব দিচ্ছেন তা হচ্ছে ফক্স নিউজ। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এ পর্যন্ত টেলিভিশনে সাতবার সাক্ষাৎকার দিয়েছেন। তার পাঁচটিই ফক্স নিউজে। শুধু তাই নয়, ফক্স নিউজের সাবেক কর্মীদের তিনি নিজের নানা কাজে লাগচ্ছেন। তিনি এও বলেছেন, ফক্স নিউজই একমাত্র প্রকৃত সত্য সংবাদ প্রদান করে। অন্যরা শুধু বিভ্রান্ত করে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন