শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিতর্কিত আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ মায়াবতী

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিতর্কিত নেতা যোগী আদিত্যনাথকে ভারতের উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ বহুজন সমাজবাদি নেত্রী মায়াবতী। এতে হিন্দু ব্রাহ্মণদের অপমান করা হয়েছে বলে মনে করেন তিনি। আর আদিত্যনাথকে সাম্প্রদায়িক বলছেন সাধারণ মুসলিমরা। তাদের শঙ্কা, অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ ইস্যুতে ফের দাঙ্গা বাধাতে পারেন কট্টর হিন্দুত্ববাদী নতুন মুখ্যমন্ত্রী। ২ বছর আগে অনুপ্রবেশ ইস্যু নিয়ে লোকসভায় হায়দ্রবাদের এমপি আসাদ ওয়াইসিকে বাংলাদেশের চর আখ্যা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, ২০০৭ এ গোরক্ষপুরে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত তিনি। বিদ্বেষপূর্ণ মন্তব্যের দায়ে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। সেই আদিত্যনাথ-ই ভারতের সবচেয়ে জনবহুল ২০ কোটি মানুষের রাজ্য উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ, আর মুসলিম বিবাহপ্রথা তিন তালাক বাতিলের প্রচারণায় সরব দেখা গেছে এই কট্টর হিন্দুত্ববাদী নেতাকে। রাজ্যটির ১৯ ভাগ মানুষই মুসলিম। অনেকের আশঙ্কা, অযোধ্যায় ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গার পর সেই জায়গায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে আবারো দাঙ্গা বাধতে পারে রাজ্যে। শিক্ষা-চাকরি সবক্ষেত্রে সমান সুযোগ চাই। কোন ধরনের বৈষম্য-শত্রæতা চাই না। অনেকেরই আশঙ্কা আদিত্যনাথ সব মুসলমানকে রাজ্য ছাড়া করবেন। আদিত্যনাথের কাছে চাওয়া, তিনি বিদ্বেষনীতি থেকে ফিরে আসবেন। এর আগেও তিনি রাজ্যে দাঙ্গা বাধিয়েছেন, চাই না নতুন করে হিন্দু মুসলিম দাঙ্গা বাধুক। আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুদ্ধ দলিত নেত্রী মায়াবতীও। ইভিএম কারচুপির মাধ্যমে উত্তর প্রদেশে ক্ষমতা দখল করেছেন মোদি। আর এখন আরএসএসের এজেন্ট, যোগী সম্প্রদায়ের আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী বানিয়ে ব্রাহ্মণদের অপমান করলেন তিনি। রাজ্যবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন