ইনকিলাব ডেস্ক : পাকিস্তানি কর্মকর্তারা সে দেশে অবস্থানরত ৭ তালেবান নেতাকে আগামী এপ্রিলে মস্কোতে বহুজাতিক শান্তি আলোচনায় বসাতে রাজি করানোর চেষ্টা করছে। দুই তালেবান কর্মকর্তা এ কথা জানান। পাকিস্তান সে দেশে অবস্থানরত তালেবান নেতাদের শান্তি আলোচনায় উপস্থিত করানোর জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। এসব তালেবান নেতা ২০০১ সালে আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকেছিল। গত বছর পাকিস্তান, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়ার ব্যাপারে কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু কাবুলে কয়েক দফা ভয়াবহ হামলার পর সে আলোচনা ভেস্তে যায়। আফগানিস্তান সেসব হামলার জন্য পাকিস্তানে লুকিয়ে থাকা তালেবান নেতাদের দায়ি করে। আগামী এপ্রিলে মস্কোতে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। আফগানিস্তান এতে অংশ নেবে। আলোচনায় ইরান এবং ভারতও থাকবে। ওয়াশিংটন এখনও জানায়নি, তারা এ শান্তি আলোচনায় থাকবে কি-না। নাম প্রকাশে অনিচ্ছুক দুই তালেবান নেতা ইসলামাবাদে বার্তা সংস্থা এপির সাথে বলেছেন, তারা গত সপ্তাহে পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের জেলে আটক তালেবান যোদ্ধাদের মুক্তিসহ তাদের দাবিদাওয়া পেশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন