ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী ২৭১ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভি অনলাইনের এক খবরে বলা হয়েছে। যে ২৭১ ভারতীয়ের নাম প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রকে সেই তালিকা দেখাতে বলেছেন সুষমা স্বরাজ। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সুষমা বলেন, ‘যতক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত লোকজনের জাতীয়তা নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কীভাবে বলি তারা ভারতীয়। জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই কেবল তাদের প্রত্যর্পণ করতে বলা হয়েছে। জিনিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন