ইনকিলাব ডেস্ক : পাঞ্জাবের লুধিয়ানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা হয়েছে। ওই রাজ্যের ক্ষমতাসীন দলের কর্মীরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়েছে বলে টুইটারে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ক্ষোভ প্রকাশ করে কেজরিওয়াল লেখেন, লুধিয়ানায় পাথর ও লাঠি নিয়ে আমার গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। বাদল এবং কংগ্রেস আতঙ্কিত? তারা আমার মনোবল ভাঙতে পারবে না। অপর এক টুইটে কেজরিওয়াল লেখেন, তারা সম্ভবত আমাকে মেওে ফেলতে চায়। কিন্তু এতে কারও কোনও লাভ হবে না। দুর্নীতি থামান, এটা থামালেই দেশের লাভ। পরে এ ঘটনায় পাঞ্জাবের ক্ষমতাসীন পার্টি আকালি দলকে দায়ী করে টুইটারে আরও একটি টুইট করেছেন কেজরিওয়াল। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন