সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দামেস্কের বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়ার আহ্বান এরদোগানের

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ১০ এপ্রিল, ২০১৭

ইনকিলাব ডেস্ক : ইদলিব প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর সিরিয়ার শাসকগোষ্ঠীর রাসায়নিক হামলা জন্য দেশটির বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত শুক্রবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতাই প্রদেশ এক সমাবেশে এরদোগান এ আহ্বান জানান। এরদোগান বলেন, সিরিয়ার জনগণকে রক্ষায় ‘রেজাল্ট-ওরিয়েন্টেড’ পদক্ষেপ নেয়ার মুখ্য সময় এসেছে। সিরিয়ার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি স্বাগত জানান এবং এ হামলাকে তিনি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। তবে, এই পদক্ষেপ যথেষ্ট ছিল না বলে তিনি মনে করেন। এরদোগান বলেন, এসব কিছুর পরে এটাই অনিবার্য হয়ে ওঠে যে, সবাইকে তাদের নিজ নিজ অবস্থান পুনর্বিবেচনা করা উচিত। পেন্টাগন থেকে নিশ্চিত করা হয়েছে যে, শুক্রবার সকালে সিরিয়ার ‘শায়েরাত’ বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহোক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের নৌ সেনারা। মঙ্গলবারের মারাত্মক রাসায়নিক হামলার জবাবে এই হামলা বলে আমেরিকান কর্মকর্তারা মনে করেছেন। এদিকে, সিরিয়ার বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী দামেস্কে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির জনগণ। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখানোর আহŸান জানিয়েছে তারা। একজন বিক্ষোভকারী বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার যেসব সেনা নিহত হয়েছে তারা আমাদেরই সন্তান। তিনি বলেন, মার্কিন হামলা যুদ্ধাপরাধ এবং আমরা তা মেনে নিতে পারিনা। সিরিয়ার জনগণের বিক্ষোভের পাশাপাশি দেশটির সরকারও স্পষ্ট বলে দিয়েছে, মার্কিন আগ্রাসনের পর তারা এখন সিরিয়ার মাটিতে সন্ত্রাসী ও তাদের অনুচরদের অবস্থানের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দেবে। উল্লেখ্য, গত মঙ্গলবার সিরীয় সরকারে রাসায়নিক হামলায় ১০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয় এবং আরো প্রায় ৫০০ জন লোক আহত হয়। আহতদের বেশিরভাগই শিশু। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
nayem ১০ এপ্রিল, ২০১৭, ৮:২১ এএম says : 0
Are koto
Total Reply(0)
Shahabddin Sha ১০ এপ্রিল, ২০১৭, ১২:৩৮ পিএম says : 0
আপনার দেশে কখন হামলা হয় দেখার বিষয়
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন