ইনকিলাব ডেস্ক: সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চায় জি-৭ দেশগুলোর নেতারা। গতকাল সোমবার জোটের বার্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়া বিষয়ে জানতে চাওয়া হয় ৭টি বড় অর্থনৈতিক দেশের দুই দিনের এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং পশ্চিমা দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। তবে আলোচনার বড় অংশজুড়েই থাকছে সিরিয়ার গৃহযুদ্ধ। ইতালি চাইছে ৬ বছরের গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘ এগিয়ে আসুক। বৈঠকে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে চাপ প্রয়োগ করছে ইতালি, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও জাপান। তারা জানতে চায় যুক্তরাষ্ট্র কি এখনো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে বদ্ধ পরিকর। গত সপ্তাহে সিরিয়ার রাসায়নিক হামলা ও তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় নড়েচড়ে বসেছে বিশ্বনেতারা। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বার্থে মানবাধিকরের তোয়াক্কা করবেন না তিনি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন