ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নির্মাণাধীন একটি কারপার্কের কংক্রিটের সøাব ধসে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবারের এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি বিভাগ। সিটির জরুরি বিভাগের প্রধান ফাউস্তো লুগো জানিয়েছেন, শহরের পশ্চিমাংশের ওই দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা উদ্ধারকারীরা তা খতিয়ে দেখছে। স্থাপনাটির একটি কংক্রিটের বিম খাড়া করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এর আগে শহরটির দমকল বিভাগের প্রধান রাউল এস্কুইভেল ২০ জন আহত ও অনেকে চাপা পড়ে আছেন বলে জানিয়েছিলেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন