ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে ফেসবুকের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিয়োগো যোদান নামে ওই কর্মকর্তা ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। পুলিশ বলছে, মিস্টার যোদানের প্রতিষ্ঠান মাদক চোরাচালান বিষয়ক একটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশ সত্ত্বেও দিয়োগো যোদান নামের ওই আর্জেন্টাইন নাগরিকের প্রতিষ্ঠানটির ম্যাসেজিং সার্ভিস, হোয়াটসএপের তথ্য প্রদান করতে বারবার অস্বীকৃতি জানিয়েছে। সাও পাওলোতে তার জিজ্ঞাসাবাদ চলছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে মিস্টার যোদানের আটক একটি অন্যায্য পদক্ষেপ। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন