ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৭.৯ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাংয়ের ৮০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ার কোকস ও ক্রিসমাস দ্বীপেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজন সরিয়ে নেয়ার প্রয়োজন আপাতত নেই। তবে সবাইকে পানি রয়েছে এমন স্থান থেকে সরে যেতে বলা হয়েছে। ইন্দোনেশিয়ায় সুমাত্রার রাজধানী পাডাং থেকেও ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হয়। সেখানকার লোকজনকে বহুতল ভবন থেকে দ্রুত নামতে দেখা গেছে। আতঙ্কের কারণে রাস্তায় গাড়ি বন্ধ করে দেয়া হয়েছিল। এর আগে ২০০৪ সালে দেশটির ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। তার মাত্রা ছিল ৮.৯। সেই ভূমিকম্পে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ সুনামিতে ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়। সেই ঘটনার পর থেকে বিশ্বব্যাপী সুনামি পূর্বাভাসে উচ্চমানের মনিটরিং সিস্টেম চালু করা হয়। বিবিসি, এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন