ইনকিলাব ডেস্ক : জম্মু কাশ্মীরের কুলগামে অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জনের প্রাণহানি হয়েছে। গত সোমবার জম্মু-কাশ্মীর ব্যাংকের কুলগাম শাখার সামনে দাঁড়িয়ে থাকা একটি ক্যাশ ভ্যানকে টার্গেট করে হামলা চালায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলায় ক্যাশ ভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্য নিহত হন। বাকি ২ জন ব্যাংকেরই নিরাপত্তারক্ষী বলে জানা গেছে। উপত্যকার উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রধারীদের উদ্দেশ্য ছিল ক্যাশ ভ্যানে হামলা করে ব্যাংকের টাকা লুট করা। কিন্তু, কর্তব্যরত পুলিশ সদস্যরা নিজেদের প্রাণ দিয়ে সেই প্রচেষ্টা রুখে দিয়েছেন। আহত বাকি পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের খোঁজে তল্লাশিও চলছে। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন