সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প-এরদোগান বৈঠকের জন্য তুর্কি কর্মকর্তারা ওয়াশিংটনে

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে তুরস্কের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াশিংটনে পৌঁছেছেন। আগামী ১৫ থেকে ১৭ মে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়্যেব এরদোগান। এই তিন কর্মকর্তা হলেন, প্রধান স্টাফ হুলসি আকার, গোয়েন্দা প্রধান হাকেন ফিদান এবং প্রেসিডেন্টর মুখপাত্র ইব্রাহিম কালিন। এরদোগানের সফরের আগে যুক্তরাষ্ট্রে তাদের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। ইউএস ভিত্তিক ফেতুল্লাহ সন্ত্রাসবাদী সংগঠনের নেতা ফেতুল্লাহ গুলেনকে দেশে ফিরিয়ে আনাসহ, সিরিয়া ও ইরাকের উন্নয়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের সা¤প্রতিক সাংবিধানিক গণভোটে ‘ইয়েস’ জয়ের পর আন্তর্জাতিক নেতাদের মধ্যে প্রথম নেতা হিসেবে ট্রাম্প প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানান। আনাদুলো এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন