ইনকিলাব ডেস্ক : কয়েক দিনের টানা বর্ষণ ও বরফ গলা পানির কারণে কানাডার মন্ট্রিল শহরে বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাক্রান্ত এরাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার জন্য এই জরুরি অবস্থা বলবৎ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতশুক্রবার ভোররাত থেকে মন্ট্রিলে একটানা বৃষ্টিপাত হতে থাকে। বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় গত রোববার বিকেলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকের ১২৬টি পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব পৌরসভার ১ হাজার ৯০০ বাড়ি প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘর থেকে লোকদের সরিয়ে নিতে ১ হাজার ২০০ সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হারজিত সাজ্জান বলেছেন, আমাদের সেনারা দ্রæত ও পেশাদারিত্বের সঙ্গে বন্যাকবলিত কানাডীয়দের সাহয্য করতে শুরু করেছে। অপর এক খবরে বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এই বৃষ্টিপাতকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন কুইবেকের পরিবেশমন্ত্রী ডেভিড হিউর্তেল। জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্যা মোকাবিলায় অতিরিক্ত রসদ পাবেন দমকল কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন লাগবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। কানাডার কুইবেক প্রদেশের ১২৬টি পৌরসভাকে এখন আংশিকভাবে বন্যাকবলিত বলে বিবেচনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তবাড়ির সংখ্যা কয়েক হাজার বলে জানিয়েছে সিবিসি নিউজ। প্রদেশটির সবচেয়ে বড় শহর মন্ট্রিয়ালে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ির ২২১ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। শহরের বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ মান্য করে চলার আহŸান জানিয়েছেন মেয়র ডেনিস কোদেরে। বন্যা পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে সহায়তা করতে কানাডীয় সামরিক বাহিনী ১,২০০ সেনা মোতায়েন করেছে। রয়টার্স, সিএনএন, সিবিএস নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন