ইনকিলাব ডেস্ক : স্পেনের পুলিশ জানিয়েছে, তারা সিরিয়া ও ইরাকে যুদ্ধরত জিহাদিদের কাছে প্রেরণের জন্য জাহাজিকরণের সময় গত ফেব্রুয়ারি মাসে ২০ হাজার সামরিক পোষাক জব্দ করেছিলো। দেশটির পূর্বঞ্চলীয় বন্দর নগরী ভ্যালেন্সিয়া ও অ্যালিকান্টে তিনটি কন্টেইনার থেকে গত মাসে এসব পোষাক জব্দ করা হয় বলে তারা জানায়। এ ছাড়াও, পুলিশ এ সময় মানবিক সহায়তার নামে জিহাদিদের উদ্দেশ্যে পাঠানো বেশকিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করে।
এর আগে, ২০১৪ সালে আইএস ও আল-কায়েদাসংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টকে অস্ত্রসহ বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী পাঠানোর সময় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছিল। পুলিশ তাদেও বিবৃতিতে জানায়, সামরিক পোশাক ভর্তি কন্টেইনারগুলোতে পুরনো কাপড় পাঠানো হচ্ছে বলে জানালে, কারো সন্দেহ না হওয়ায় সেগুলো কোন রকম ঝামেলা ছাড়াই কয়েকটি কাস্টম পেরিয়ে চলে গিয়েছিল। তারা আরও জানায়, এসব সামরিক পোশাক চালান হয়ে গেলে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধরত জিহাদিদের হাতে পড়তে পারতো।
পুলিশ আরও জানায়, গত মাসে আটককৃত জিহাদিদের সমর্থনকারী একটি গ্রুপ পুরনো কাপড় সংগ্রহ করতো। তাদের একজন স্বীকার করেছে, তারা সিরিয়া ও ইরাকে একটি কোম্পানির মাধ্যমে নসামরিক সরঞ্জাম, অর্থ, বৈদ্যুতিক ও যোগাযোগের সরঞ্জাম, অস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রব্য পাঠানোর প্রস্তুতি নিয়েছিলো। মানবিক সহায়তার নামে তারা যে ভাবে এগুলো পাঠাতে চাচ্ছিল, তা ধরা খুবই মুশকিল ছিল বলে পুলিশ জানায়। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন