ইনকিলাব ডেস্ক : পাপুয়া নিউগিনির বুইমো কারাগার ভেঙে বহু কয়েদি পালানোর সময় রক্ষীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, পালানোর চেষ্টারত তিন কয়েদিকে ধরা গেলেও অন্য ৫৭ জন পালিয়ে গিয়ে আত্মগোপন করেছে। পলাতক কয়েদিরা পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর লা-র নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। পলাতকদের অধিকাংশই বিচার শুরুহওয়ার অপেক্ষায় ছিল বলে জানিয়েছে তারা। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত উদ্ধৃতিতে পুলিশের প্রধান সুপার অ্যান্থনি ওয়াগাম্বি বলেছেন, যারা পালিয়েছে তাদের অধিকাংশকেই গুরুতর অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং বিচার শুরু অপেক্ষায় তাদের হেফাজতে রাখা হয়েছিল। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন