শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইয়েমেনে বৃদ্ধাশ্রমে হামলা ধর্মযাজকসহ নিহত ১৭

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের একটি বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের গুলিতে ধর্মযাজকসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ খবর আল জাজিরার। ইয়েমেনের আদেন শহরের একটি বৃদ্ধাশ্রমে গত শুক্রবার চারজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটায়। দেশটির কর্মকর্তারা জানান, বৃদ্ধাশ্রমে হামলাকারীদের মা আছে জানিয়ে তারা ভেতরে ঢুকে এ তান্ডব চালায়। আরো বলা হয়, নিহতদের মধ্যে ছয়জন ভারতীয় ক্যাথলিক ধর্মযাজক, চারজন স্থানীয় ধর্মযাজক, চারজন নিরাপত্তারক্ষী ও তিনজন পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। এএফপি জানায়, গুলির সময় বৃদ্ধাশ্রমের বাসিন্দারা চিৎকার করতে থাকে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। গত বছর সউদি বিমান হামলার মধ্য দিয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হিসাব মতে চলমান এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৬ হাজারের মতো মানুষ নিহত ও কয়েক লাখ গৃহহীন হয়ে পড়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন