ইনকিলাব ডেস্ক : ধূমপানসহ অন্যান্য তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে বিশ্বে প্রতি বছর ৭০ লাখের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। বিশ্ব তামাকবিরোধী দিবস সামনে রেখে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। ডবিøউএইচও প্রধান মার্গারেট চ্যান বলেন, তামাক সবার জন্যই হুমকিস্বরূপ। পণ্যটি দারিদ্র্য বৃদ্ধি করে, উৎপাদনশীলতা কমিয়ে দেয়। সুষম ও গুণগত মানের খাদ্য নির্বাচনের সুযোগ হ্রাসের পাশাপাশি ঘরের বাতাস দূষিত করে তামাক। এমনকি পণ্যটির উৎপাদন, বিপণন ও বর্জ্যরে কারণে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। ডবিøউএইচও জানায়, বর্তমানে বিশ্বে প্রতি বছর ৭০ লাখের বেশি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে মারা যাচ্ছে। গত শতকেও এ হার ছিল ৪০ লাখ। যত দিন যাচ্ছে, এর কারণে মৃত্যুর হার তত বাড়ছে। চলতি শতক শেষে এ সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে। বর্তমান বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর কারণ হিসেবে শীর্ষে রয়েছে তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার। স্বাস্থ্যগত ক্ষতির পাশাপাশি তামাতজাত দ্রব্য ব্যবহারের অর্থনৈতিক ক্ষতিও রয়েছে। তামাতজাত দ্রব্য ব্যবহারের কারণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও উৎপাদনশীলতা হ্রাসের ক্ষতি কাটাতে প্রতি বছর বিশ্বব্যাপী ১ লাখ ৪০ হাজার কোটি ডলার ব্যয় হয়, যা মোট বৈশ্বিক জিডিপির প্রায় ২ শতাংশের সমান। ডবিøউএইচওর মতে, প্রতি বছর বিশ্বব্যাপী তামাক শিল্প থেকে প্রায় ৪০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়। পরিবেশে যুক্ত হয় সাত হাজারের বেশি বিষাক্ত রাসায়নিক উপাদান, যা মানবদেহে ক্যান্সার ছড়াতে ভূমিকা রাখে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন