শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির চুক্তি চূড়ান্ত

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির চুক্তি চূড়ান্ত করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং তা মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত এফ-১৬ বিক্রি মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং মার্কিন জাতীয় নিরাপত্তা অর্জনে সহায়তা করবে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে ইসলামাবাদকে ওয়াশিংটনের কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এফ-১৬ বিমান পাকিস্তানের নিরাপত্তা উন্নয়নে সহায়তা করবে। আটটি যুদ্ধবিমান বিক্রি থেকে প্রায় ৭০ কোটি ডলার আসবে বলেও জানানো হয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন